Saturday , April 20 2024
Home / Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স: 22-06-20

কারেন্ট অ্যাফেয়ার্স: 22-06-20

কারেন্ট অ্যাফেয়ার্স

1.১১,৩৬৭ কোটি টাকার বিনিময়ে জিও প্ল্যাটফর্মের ২.৩২% শেয়ার কিনে নিল সৌদি আরবের Public Investment Fund

2.স্যালারী অ্যাকাউন্টের জন্য ‘Insta Flexicash’ লঞ্চ করলো ICICI Bank

3.খনি সংক্রান্ত গবেষণা ও বিকাশের জন্য ‘SATYABHAMA’ পোর্টাল লঞ্চ করলো কেন্দ্রীয় খনি মন্ত্রাল

4.International Day of Yoga’ পালন করা হয় ২১শে জুন; এবারের থিম ছিল ‘Yoga for Health – Yoga at Ho

5.আরবিআইয়ের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল এনআইপিএফপির চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন

6.ফ্র্যাঙ্কফুর্ট বইমেলার উদ্যোক্তা জার্মানির বই প্রকাশন সংগঠন ‘জার্মান বুক ট্রেড’-এর ২০২০ সালের শান্তি পুরস্কার অমর্ত্য সেন পাচ্ছেন বলে ঘোষিত হল৷ ১৯৫০ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে৷

7.১৮৪টি দেশের সমর্থন পেয়ে ভারত অষ্টমবারের জন্য রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হল৷

Check Also

Current affairs 14/05/2022

1.দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *