কারেন্ট অ্যাফেয়ার্স
1.প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৪০০ কোটি রুপি ব্যয় করে প্রতিরক্ষা টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার স্কিম (ডিটিআইএস) চালু করার অনুমোদন দিয়েছেন।
2.প্রতি বছর 15 মে আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হয়।
3..ইউরোপের প্রথম করোনামুক্ত দেশ হিসাবে পরিগণিত হলো স্লোভেনিয়া
4.২০১৯-২০ বর্ষে ভারতে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ২৯৫.৬৭ মিলিয়ন টন স্পর্শ করলো
5.ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডাব্লুটিও) এর প্রধান রবার্তো আজেভেদো তার মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
6.দেশের জন্য ‘COBAS 6800’-নামক করোনা টেস্টিং মেশিন উৎসর্গ করলো কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী Dr. Harsh Vardhan
7..সম্প্রতি ৮৪ বছর বয়সে মারা গেলেন ‘তিস্তা পাড়ের বৃত্তান্ত’ উপন্যাসের জন্য সাহিত্য একাডেমী পুরস্কার জয়ী বাঙালি লেখক দেবেশ রায়