কারেন্ট অ্যাফেয়ার্স 11 মার্চ 2021
1.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত-বাংলাদেশের মধ্যে ‘মৈত্রী সেতু’ উদ্বোধন করলেন মৈত্রী সেতু সেতুটি ফেনী নদীর উপর নির্মিত হয়েছে , এটি ত্রিপুরা এবং বাংলাদেশের ভারতীয় সীমানার মধ্যে অবস্থিত ।
2. উত্তরাখণ্ডের রানীখেতের নিকটবর্তী কালিকাতে ভারতের প্রথম ধরণের ‘ফরেস্ট হিলিং সেন্টার’ উদ্বোধন করা হয়েছে ।
3. জম্মু ও কাশ্মীর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা চালু করেছে “সুপার-75” বৃত্তি স্কিম 8 ই মার্চ মেধাবী মেয়েদের জন্য, আন্তর্জাতিক নারী দিবস 2021 উপলক্ষে।
4. উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত পদত্যাগ করেছেন
5. ভারতের প্রথম ওয়ার্ল্ড স্কিল সেন্টারের (WSC) উদ্বোধন করলেন ওড়িশা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক
6. জয়েন্ট আর্থ অবজারভেশন মিশনের জন্য ভারতের ISRO, NASA -এর সঙ্গে মিলিত ভাবে সিন্থেটিক অ্যাপারচার র্যাডার ‘NISAR’ তৈরি করলো
7. ভারত সম্প্রতি দেশীয় পদ্ধতিতে তৈরি টরপেডো ‘Shyena’ -র প্রথম ফ্লাইট ট্রায়াল সফলভাবে সম্পন্ন করলো