Friday , March 29 2024
Home / Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স: 08/04/2020

কারেন্ট অ্যাফেয়ার্স: 08/04/2020

কারেন্ট অ্যাফেয়ার্স

 

1.প্রতিবছর সারা বিশ্ব ব্যাপী ৭ই এপ্রিল ‘World Health Day (বিশ্ব স্বাস্থ্য দিবস)’ পালিত হয়। এবছরের থিম ছিল Support Nurses And Midwives

2. .Unified Network Management System স্থাপন করতে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বড়ো অর্ডার পেল L&T Construction

3. .‘Artemis Program’-এর মাধ্যমে ২০২৪ সালে চাঁদে মানুষ নামাবে NASA

4.করোনা ভাইরাস ছড়ানো প্রতিরোধে ‘5T Plan’ লঞ্চ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল

5.মার্কিন (মার্কিন যুক্তরাষ্ট্র) সরকার তার সহায়তা সংস্থা ইউএসএআইডি (মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) এর মাধ্যমে করোনাভাইরাস বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতকে ২.৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের ঘোষণা করেছে ।

6. এয়ারটেল পেমেন্টস ব্যাংক দুটি পৃথক স্বাস্থ্য বীমা পরিকল্পনার মাধ্যমে COVID-19 এর জন্য আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য ভারতী এক্সএ জেনারেল ইন্স্যুরেন্সের সাথে সহযোগিতা করেছে ।

7.ইউবি প্রবীন রাও নাসকমের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন

 

Check Also

Current affairs 14/05/2022

1.দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *