কলকাতা মেট্রোরেলে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার ও প্লাম্বার ট্রেডে ১২৩ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ
আবেদনের পদ্ধতি: প্রথমে www.apprenticeship.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। তারপর আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।
আবেদনপত্র ডাউনলোড ও বিস্তারিত অ্যাড দেখতেঃ এখানে ক্লিক করুন
পেন দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্র, ক্রসড ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, নিজের নাম-ঠিকানা লেখা ১১×৫ ইঞ্চি মাপের ও প্রতিটিতে ৫ টাকার ডাকমাশুল যুক্ত দুটো খাম, সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবির দুটি কপি ও অন্যান্য প্রাসঙ্গিক নথি— সব একটি মুখবন্ধ খামে পুরে পাঠাতে হবে নীচের ঠিকানায়
‘Metro Railway, Metro Rail Bhavan, 33/1, J.L Nehru Road, Kolkata 700071’
খামের উপরে এভাবে লিখতে হবে…
‘Application for Metro Railway against Notice No 1/2020/Metro Railway/Kolkata dated 24.22.19’.
পূরণ করা আবেদনপত্র পৌঁছতে হবে অবশ্যই আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে।
যোগ্যতা: ১০+২ পদ্ধতির ম্যাট্রিকুলেশন সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (এনসিভিটি) সার্টিফিকেট থাকা প্রয়োজন।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।