Friday , March 29 2024
Home / GK / ঐতিহাসিক উক্তি 

ঐতিহাসিক উক্তি 

1.🗣️মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়। কারণে-অকারণে বদলায়,সকালে-বিকেলে বদলায়। এতে অবাক হবাে কেন? – নবাব সিরাজউদ্দৌলা
2.🗣️দিল্লী চলো – নেতাজী সুভাষ চন্দ্র বসু
3.🗣️জয় হিন্দ – নেতাজী সুভাষ চন্দ্র বসু
4.🗣️তোমরা আমাকে রক্ত দাও , আমি তোমাদের স্বাধীনতা দেব – নেতাজী সুভাষ চন্দ্র বসু
5.🗣️ইনকিলাব জিন্দাবাদ(লেখা- হাসরাত মোহানি)-বিখ্যাত স্লোগান করে ভগত সিং
6.🗣️সাম্রাজ্যবাদ কা নাশ হো – ভগত সিং
7.🗣️দুশমানো কি গোলিও কা সামনা হাম কারেঙ্গে , আজাদ থে আজাদ হি রাহেঙ্গে – চন্দ্রশেখর আজাদ
8.🗣️করেঙ্গে ইয়া মরেঙ্গে – মহাত্মা গান্ধী
9.🗣️আরাম হারাম হ্যায় – জওহারলাল নেহেরু
10.🗣️পূর্ণ স্বরাজ – জওহরলাল নেহেরু
11.🗣️স্বরাজ আমার জন্মগত অধিকার – বাল গঙ্গাধর তিলক
12.🗣️প্রত্যেক ভারতীয়দের এটা মনে রাখা উচিত…নাগরিক হিসাবে তাদের যেমন অধিকার আছে তেমন কিছু কর্তব্যও আছে – সর্দার বল্লবভাই প্যাটেল
13.🗣️সারফারোশি কি তামান্না অব হামারে দিল মে হ্যায় – রামপ্রসাদ বিসমিল
14.🗣️সারে যাঁহাসে আচ্ছা – মহম্মদ ইকবাল
15.🗣️আংরেজ পেট পে লাথ মারতে হে-দাদাভাই নৌরজি
16.🗣️সাইমন গো ব্যাক – লালা লাজপত রায়
17.🗣️তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো লালা লাজপত রায়
18.🗣️ভারত ভারতীয়দের জন্য স্বামী দয়ানন্দ সরস্বতী
19.🗣️বন্দেমাতরম – বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়
20.🗣️জনগনমন অধিনায়ক জয় হে – রবীন্দ্রনাথ ঠাকুর
21.🗣️অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাপে কা-পুরুষ লড়ে যায় বীর- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
22.🗣️জয় জওয়ান জয় কিষাণ – লাল বাহাদুর শাস্ত্রী
23.🗣️জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান- অটল বিহারী বাজপেয়ী
24.🗣️গরীবি হাটাও – ইন্দিরা গান্ধী
25.🗣️মেরা ভারত মহান হ্যায় – রাজীব গান্ধী
26.🗣️মারো ফিরিঙ্গি কো – মঙ্গল পান্ডে
27.🗣️মে আপনি ঝান্সি নেহি দুঙ্গি- রানী লক্ষ্মীবাই
28.🗣️জয় জগত – বিনোবা ভাবে
29.🗣️সত্যমেব জয়তে – মদন মোহোন মালভ্য
✳️30.🗣️”One of the greatest diseases is to be nobody to anybody.”- মাদার টেরেসা
☢️31.🗣️আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। আমি এ দেশের মানুষের অধিকার চাই।- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
☢️32.🗣️সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি। তখন কেউ আমাদের দাবাতে পারবেনা- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
☢️33.🗣️আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরীব-দুঃখী, নিরস্ত্র মানুষের বিরুদ্ধে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
☢️34.🗣️আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়- তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তােল। তােমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
♨️35.🗣️আমি চাইলে সব ইহুদীদের হত্যা করতে পারতাম। কিন্তু কিছু ইহুদী বাঁচিয়ে রেখেছি; এই জন্য যে যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারে, আমি কেন ইহুদী হত্যায় মেতেছিলাম।- এডল্ফ হিটলার।
✍️36.🗣️Take care to get what you like or you will be forced to like what you get- জি বি শাহ
✍️37.🗣️A thing of beauty is a joy forever. -john kets
✍️38.🗣️To be and not to be that is the question.- শেক্সপিয়ার
✍️39.🗣️Let a hundred flowers bloom and let a thousand school of thought contend. “- মাও সে তুং
✍️40.🗣️ Where wealth accumulates, men decay. – গােল্ডস্মিথ।
✍️41.🗣️Beauty is truth, truth is beauty, that is all.- জন কিটস্
✍️42.🗣️I came, I saw, I conquered- জুলিয়াস সিজার
✍️43.🗣️Good Government is no substitute for self government.- আলফ্রেড টেনিশন

@সাদা ক্যানভাস

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *