Friday , March 29 2024
Home / GK / ইতিহাস

ইতিহাস

1Q.কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তরিত করেন ?
[A] জাহাঙ্গীর [B] আওরঙ্গজেব [C] শাহজাহান [D] বাহাদুর শাহ
Ans: [C] শাহজাহান
2Q.চন্দ্রগুপ্ত মৌর্য এর পর কে সিংহাসন আরোহন করেন ?
ক. বিন্দুসার
খ. অজাত শত্রু
গ. অশোক
ঘ. হর্ষবর্ধন
Answer A
3Q.সাপ্তাহিক সংবাদপত্র ‘ সমাচার দর্পণ ‘ কত সালে প্রকাশিত হয়?
[A] 1815 সালে
[B] 1816 সালে
[C] 1817 সালে
[D] 1818 সালে
Ans: [D] 1818 সালে
4Q. কাকে ভারতের নেপোলিয়ন বলা হয় ?
ক. দ্বিতীয় চন্দ্র গুপ্ত
খ. সমুদ্র গুপ্ত
গ. ধর্মপাল
ঘ. অশোক
Answer B
5Q.ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন ?
[A] ইংরেজ কোম্পানি বাংলার দেওয়ান হল
[B] পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পর্যুদস্ত হল
[C] ইংরেজ কোম্পানির সেনাবাহিনীর দিল্লি দখল
[D] মহীশূরের হায়দর আলির মৃত্যু
Ans: [B] পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পর্যুদস্ত হল
6Q. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
ক. প্রথম নর সিংহ বর্মন
খ. প্রথম মহেন্দ্র বর্মন
গ. দ্বিতীয় নর সিংহ বর্মন
ঘ. দ্বিতীয় মহেন্দ্র বর্মন
Answer A
7Q.নিন্মের কোনটি ভারতের বৃহত্তম মসজিদ?
[A] গোল মসজিদ
[B] টিপুসুলতান মসজিদ
[C] জামি মসজিদ
[D] ফতহ-ই-সালাতিন মসজিদ (উত্তরপ্রদেশ)
Ans-[C] জামি মসজিদ
8Q. কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন ?
ক. ফিরোজ শাহ তুঘলক
খ. মোহাম্মদ বিন তুঘলক
গ. আলাউদ্দিন খলজি
ঘ. ইব্রাহিম লোদী
Answer C
9Q.প্রথম কোন ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ হন?
[A] অবনীন্দ্রনাথ ঠাকুর
[B] সুভাষচন্দ্র বসু
[C] সত্যেন্দ্রনাথ ঠাকুর
[D] মহাত্মা গান্ধী
Ans: [C] সত্যেন্দ্রনাথ ঠাকুর
10Q. কিতাব উল হিন্দ কার রচনা ?
ক. আল মাসুদী
খ. সুলেমান
গ. ফির দৌসি
ঘ. আল বিরুনী
Answer D
11Q.সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে?
[A] 1855 [B] 1857 [C] 1859 [D] 1871
Ans: [A] 1855
12Q.রাম মোহন রায় কে রাজা উপাধি কে দিয়ে ছিলেন ?
ক. জাহান্দার শাহ
খ. দ্বিতীয় আকবর
গ. কুতুবউদ্দিন আইবক
ঘ. মোহাম্মদ শাহ
Answer B
13Q.কোন মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন ?
[A] ফারুখশিয়ার [B] বাহাদুর শাহ [C] মহম্মদ শাহ [D] শাহ আলম
Ans: [C] মহম্মদ শাহ
14Q. কোন মোঘল সম্রাট নিজের আত্মজীবনি রচনা করে ছিলেন ?
ক. বাবর
খ. আকবর
গ. হুমায়ন
ঘ. শাহাজাহান
Answer A
15Q.আলিগড় আন্দোলন’ শুরু করেছিলেন—
[A] সৈয়দ আমেদ খান [B] এম.এ. জিন্নাহ [C] এ.কে. আজাদ [D] থিওডোর বেক
Ans: [A] সৈয়দ আমেদ খান
16Q. কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ?
ক. ধর্মপাল
খ. ধ্রুব
গ. বল্লাল সেন
ঘ. দেবপাল
Answer A
17Q.কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেন?
[A] 1791 [B] 1792 [C] 1793 [D] 1794
Ans: [C] 1793
18Q. কে বাংলায় কৌলীন প্রথা চালু করেন ?
ক. গোপাল
খ. বল্লাল সেন
গ. লক্ষন সেন
ঘ. ধর্মপাল
Answer B
19Q.আর্য সমাজ’ প্রতিষ্ঠা করেছিলেন—
[A] লালা লাজপৎ রায় [B] বাল গঙ্গাধর তিলক [C] দয়ানন্দ সরস্বতী [D] অরবিন্দ ঘোষ
Ans: [C] দয়ানন্দ সরস্বতী
20Q. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করে ছিলেন ?
ক. শশাঙ্ক
খ. হর্ষবর্ধন
গ. ধূর্বসেন
ঘ. ভাস্কর বর্মন
Answer B
21Q.শশাঙ্ক এর রাজধানী কথায় ছিল ?
ক. সমতট
খ. পুরসপুর
গ. লক্ষণ বতী
ঘ. কর্ণসুবর্ন
Answer D
22Q.দ্বিতীয় বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন—
[A] হরিপুরায় [B] ত্রিপুরীতে [C] ওয়ার্ধায় [D] পাটনায়
Ans: [B] ত্রিপুরীতে
23Q.মহেন-জো-দারো কথার অর্থ কি ?
ক. মৃতের নগরী
খ. মৃতের রাজত্ব
গ. মৃতের রাজধানী
ঘ. মৃতের স্তুপ
Answer D
24Q.মগধের কোন শাসক সোনিয়া নামে পরিচিত ছিলেন ?
ক. বিম্বিসার
খ. অজাত শত্রু
গ. অশোক
ঘ. বৃহদথ
Answer A
25Q. মুদ্রারাক্ষস কার রচনা ?
ক. শুদ্রক
খ. বিশাখদত্ত
গ. বিষ্ণুশর্মা
ঘ. বৎসায়ান
Answer B
26Q. নাদির শাহ কবে ভারত আক্রমন করেন ?
ক. 1738 সালে
খ. 1739 সালে
গ. 1740 সালে
ঘ. 1741 সালে
Answer B
27Q. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?
ক. বলবন
খ. নাসিরউদ্দিন
গ. কুতুবউদ্দিন আইবক
ঘ. ফিরোজ শাহ
Answer C
28Q. শিখ শব্দের অর্থ কি ?
ক. শিক্ষা
খ. শিষ্য
গ. বিশ্বাস
ঘ. সত্য
Answer B
29Q.বাংলার শাসক হিসাবে মুর্শিদকুলি খানের উত্তরসূরী কে?
[A] সরফরাজ খান [B] সাওকত জঙ্গ [C] আলিবর্দী খান [D] সুজাউদ্দিন
Ans: [D] সুজাউদ্দিন
30Q. সিরাজ উদ দৌলা কত সালে সিংহাসনে বসেন ?
ক. 1707 সালে
খ. 1739 সালে
গ. 1756 সালে
ঘ. 1759 সালে
Answer C
31Q.ভারতের বৃহত্তম সমাধি সৌধের নাম কি?
[A] কুতুব মিনার
[B] বাবরের সমাধি
[C] তাজমহল
[D] ইন্দিরা গান্ধীর সমাধি
Ans-[C] তাজমহল
32. তেভাগা আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।
33. মেগাস্থিনিসের ‘ইণ্ডিকা’ কোন ভাষায় লেখা?
উঃ গ্রীক ভাষায়।
34. মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন?
উঃ উইলিয়াম হকিন্স।
35. পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন?
উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।
36. কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়?
উঃ সমুদ্রগুপ্তকে।
37. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে?
উঃ বাণভট্ট।
38. বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ মুর্শিদকুলি খাঁ।
39. ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?
উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।
40. তাজমহল কে প্রতিষ্ঠা করেন?
উঃ শাহজাহান।
41. শিবাজীর ছেলের নাম কী?
উঃ শম্ভুজী।
42. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উঃ লালা হরদয়াল।
43. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
44. গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন?
উঃ শেরশাহ।
45. ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে আসেন?
উঃ কালিকট বন্দরে।
46. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ রামমোহন রায়।
47. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।
48. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উঃ প্রমথনাথ মিত্র।
49. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।
50. ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ হিটলার।
51. মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে।

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *